কেরিয়ারজেট সাইটে কেরিয়ার গড়ার বিশাল সুযোগ


কেরিয়ারজেট সাইটে কেরিয়ার গড়ার বিশাল সুযোগ

দেশের ভেতরেই কি শুধু জব করবেন?ঘরে বসে বাইরের ওয়ার্ল্ডে কাজ করার মজাটা একবার ভাবুন।আমি আজ আপনাকে এমন একটা ওয়েব সাইট নিয়ে এডব্রাইট করব যার মাধ্যমে আপনা ঘরে বসে বাইরের ওয়ার্ল্ডের কাজ গুলো খুজে নিতে পারবেন।এমনকি এই সাইটের মাধ্যমেও আর্ন করতে পারবেন।
আসুন প্রথমেই কিছু কমন বিষয় সম্বন্ধে জেনে রাখি-




১.পেমেন্ট মেথড-PayPal or Wire
২.পে ডেইট-Monthly
৩.পে অপশন-20% rev share
৪.মিনিমাম পে আউট-$100
যে ভাবে আর্ন করবেন-

প্রথমেই এই 
http://www.careerjet.co.in/ 
লিংকে ক্লিক করে সাইন আপ করে নিন।অতপর কেরিয়ারজেট সাইট থেকে আয় করতে আপনি আপনার প্রচন্দনীয় দেশের কাজ খুজে নিতে পারেন।তবে আমি এই আর্টিকোলটির সাহায্যে কিভাবে সরাসরি এই সাইট থেকে আয় করা যায় সেবিষয়ে বলব।এর জন্য আপনার নিজের একটি ওয়েব সাইট বা ব্লগ সাইট থাকতে হবে।তাদের বিভিন্ন সারভিস আপনার সাইটে পাবলিশ করতে হবে।ভিজিটর আপনার সাইটে এসে যখন তাদের সারভিসগুলো ব্যবহার করবে তথনই আপনার আয় হবে।উদারণ স্বরূপ এই সাইটটি ভিজিট করূন।উপরের দিকে সামান্য নিচে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছেন।এখানে মূলত জব সংক্রান্ত বিষয় সমূহ লিখে সার্চ দিতে বলা হচ্ছে।এই সারভিসটি আমি ওই সাইট থেকে আমার সাইটে পালিশ করেছি।এবার ভিজিটর যখন আমার সাইট থেকে তাদের সারভিসটি ব্যবহার করবে তথনই আর্নিং হবে।এভাবে তাদের আরো বিভিন্ন সারভিস আছে যেগুলো আপনার সাইটে ব্যবহার করার মাধ্যমে আয় হবে।এতে লাভ হল দুটো-কোন প্রকার প্রগ্রামিং ছাড়াই আপনার সাইটটি উন্নত করতে পারলেন সেই সাথে এ থেকে আয় করতে পারলেন।আরো একটি মজার বিষয় হল-আপনি জব সিলেক্ট করে আপনার বন্ধুকে অফার করা যাবে।আর পাটনারকে সাইনআপ করানোর সুযোগ তো আছেই।এছাড়াও আরো কিছু ফরমূলা আছে যা আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন।যেমন,আপনি কী ওয়ার্ড ও লোকেশন নির্বাচন করে প্রদর্শিত এডগুলোও নিজ নিজ সাইটে পাবলিশ করতে পারবেন।

Page Rank

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service