অনলাইনে আয়ের ১০০% নিশ্চয়তা

অনেকদিন থেকে ইন্টারনেট জগতে আছি। কিছু ওয়েবের কাজ করি। কাজ তেমন কিছুই না। ওয়েবে ঘুরাঘুরি করে দেখেছি, অনলাইন ইনকাম যেভাবে করা যায় যেমন freelancer, o-desk, fiverr, ইত্যাদি ছাড়াও অনেক সাইটে কাজ পাওয়া যায়।

এই ধরনের আরেকটি সাইট দেখলাম মাইক্রোওয়ারকার্স, যেখানে সদস্য বা রেজিস্ট্রেশন করার সাথে সাথে পাবেন ৳১ ডলার বা ৬৯.৫২৫ টাকা। যখন আপনার একাউন্টে ৳২৫ ডলার অর্থাৎ ১৭৩৮.১২৫ টাকা হবে তখন সেই টাকা আপনি গ্রহন করতে পারবেন।

এখন কথা হলো ৳১ ডলার কে কিভাবে ৳২৫ করা যায়। আর মাত্র ৳২৪ ডলার হলেই আপনি পেয়ে যাবেন ১৭৩৮ টাকা। এরা যে সকল কাজ দেয় যারা নিয়মিত নেট ব্যবহার করেন তাদের কাছে খুবই সোজা। যেমন ধরুন একটা সাইটের লিংক দিয়ে বললো এখানে একটা রেজিস্ট্রেশন করুন। ব্যাস্ আপনার একাউন্টে পৌছে যাবে আপনার কাংক্ষীত টাকা।

এভাবে আপনি ১ থেকে ২ ঘন্টা সময় দিয়ে প্রতিদিন ৳৪-৫ ডলার অর্থাৎ ২৭৮.১০--৩৪৭.৬২৫ টাকা আয় করতে পারেন। টাকা পাবেন পে-প্যাল, মানি-বুকার ইত্যাদি মাধ্যমে।

কেও কেও হয়তো ভাবছেন আমি এত বিঙ্গাপন করছি কেন ? তাই না ? আমি ভাবলাম আপনারাতো ব্লগে বসে আছেন কিছুনা কিছু শেখার জন্যে। তাই ভাবলাম আপনাদের আমার এই সামান্যতম কষ্ট যদি কারও উপকার করে তাহলে দোষ কি।

শুরু করবেন যেভাবে

মাইক্রোওয়ারকার্স ডট কম এই লিংকে ক্লিক করার পর উপরে তাকিয়ে দেখেন Register for free লেখা আছে সেখানে ক্লিক করুন। রেজিস্ট্রেশন র্ফম পুরন করার পর একাউন্ট চালু করার জন্য আপনার দেওয়া ই-মেইলে একটি লিংক দিবে সেখানে ক্লিক করুন। সাথে সাথে আপনার একাউন্টে পৌছে যাবে আপনার কাংক্ষীত ৳১ ডলার বা ৬৯.৫২৫ টাকা।

যত বেশি কাজ করে দিবেন তত টাকা পাবেন

Page Rank

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service