১৩ দিনে সম্ভব অনলাইনে ২৫ ডলার আয়


১৩ দিনে সম্ভব অনলাইনে ২৫ ডলার আয়


সার্চ..ভোট..কমেন্ট..ব্যাস! স্রেফ এই করেই অনলাইনে মাত্র ১৩ দিনে আয় করা সম্ভব ২৫ ইউ এস ডলার। সার্চ ইঞ্জিন স্কোর দেয় এই সুযোগ। এখানে আপনি প্রতিটা সার্চ এর জন্য পাবেন পয়েন্ট। সার্চ রেজাল্টে ভোট দিলে অথবা কমেন্ট করলে পাবেন পয়েন্ট। এছাড়াও আছে বোনাস এবং রেফারেল পয়েন্ট। মোট ৬৫০০ পয়েন্ট জমা করলে স্কোর দিবে ২৫ ডলারের একটা ভিসা গিফট কার্ড, যা যেকোন ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মতই ব্যবহার করা যাবে। আর এই অফার সমগ্র পৃথিবীর সকল দেশের সবার জন্য উন্মুক্ত। প্রশ্ন হলো, কত দিনে সম্ভব এই ৬৫০০ পয়েন্ট জোগাড় করা?একক প্রচেষ্টায় সর্বনিম্ন ১৩ দিনে স্কোর থেকে ২৫ ডলারের এই ভিসা গিফট কার্ড অর্জন করা সম্ভব। স্কোরে একদিনে ব্যক্তিগতভাবে অর্জন করা সম্ভব সর্বোচ্চ ৫০০ পয়েন্ট। এর জন্য দরকার ১২৫ টা সার্চ। প্রতিবার সার্চ করার পর রেজাল্ট থেকে ২ টা সাইটকে মান অনুযায়ী ভোট দিন। আপনি পাবেন ৪ পয়েন্ট। আবার সার্চ...এভাবে প্রতিদিন ১২৫ টা করে সার্চ করলে ১৩ দিনে হয়ে যাবে আপনার ৬৫০০ পয়েন্ট। খুব বেশী কাজ? বেকারদেরতো সারাদিনই ফ্রি..না কি?মনে রাখার বিষয়ঃ# প্রতিটা সার্চ থেকে সর্বোচ্চ পাওয়া যাবে ৪ পয়েন্ট। কাজেই একবার সার্চ করার পর ২ টা ভোট দিয়ে আবার সার্চ..# এবাবে প্রতিদিন ১২৫ টা সার্চ করলে ১৩ দিনে কাম খালাস।# প্রতি মিনিটে একবারের বেশী সার্চ করলে স্কোর ধরতে পারবে যে আপনি চিটিং করছেন। সুতরাং ব্যান্। কাজেই সাবধান।# সাইন আপের সময় ইমেইলের এড্রেসবুক শেয়ার করলে পাবেন বোনাস ২০০ পয়েন্ট। এই সুযোগ সাইন-আপের পরে আর পাওয়া সম্ভব না।# সাইন-আপের সময় স্কোর টুলবার ডাউনলোড করলে বোনাস পয়েন্ট ১০০। এটাও পরে আর পাওয়া যায় না।

Link:
http://www.scour.com/

Page Rank

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service