অনলাইনে আয়ের তিনটি মাধ্যম Microworkers,Minuteworkers ও Rapidworkers
আয় আয় এবং আয়।চারিদিকে খালি আয় ছড়িয়ে।কত চেষ্টা।কত আশা,কিন্তু বন্ধু রা বুঝিতে হবে এটা খুব সোজা না।যদি এতো সোজাই হতো তাহলে বাংলাদেশের মানুষের না খেয়ে পরে থাকতে হতো না।যাই হোক আসল কথায় আসি।আমার আজকের এই পোস্টের মূল বিষয় হলো আয় নিয়ে।আমি আজকে আপনাদের তিনটি মাধ্যম বলবো যার মাধম্যে আসলেও আয় করা সম্ভব।নিচে বিস্তারিত দিলাম:
________________________________________
MinuteWorkers:ইহাও অনেকটা মাইক্রওায়রকার্স এর মতো।পেমেন্ট যে পাবেন তা একেবারে নিশ্চিত।তাছারাও এখানে আছে কয়েন গেম যা খেলে আপনি ভাগ্যে ১০-১২ ডলার ও আয় করতে পারেন।আবার টাকা কমও করে ফেলতে পারেন।ঠিক নাই :-/ ।কয়েন গেম খেলতে হলে আপনার মিনিমাম বেলেন্স ০.০৫ থাকতে হবে। এরা ১০.০০ ডলার হলেই পে করে।তবে আপনি চাইলে আরলি পেমেন্ট চেতে পারেন।এতে ২.০০ ডলার হলেই পে-আউট করতে পারবেন তবে ১০% টাকা কম পাবেন।মনে রাখবেন এখানে আপনাকে প্রতিদিন ১০ টা কাজ করতে হবে।তাহলে মাসে ১৫-২০ বা তারচে বেশি ডলার আয় করাটাও খুব একটা কঠিন না।
http://www.minuteworkers.com/
________________________________________
Rapidworkers:সব সাইটের মতো এটা খুব একটা পরিক্ষিত না।তবে মেন হয় ভালই হবে।এটাও ঠিক Microworkers এর মতোই।http://rapidworkers.com/