অনলাইনে আয় (সাইট ফ্লিপিং)


অনলাইনে আয় (সাইট ফ্লিপিং)

সাইট ফ্লিপিং হল website বেচাকেনা করা। সাইট ফ্লিপিং ব্যবসা করার জন্য প্রথমে বিষয়টি দরকার তা হল website। আপনার ডোমেইন এবং হোস্টিং ক্রয় করতে হবে । এ ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, আপনার ডোমেইনটি যেন ইন্টারন্যাশনাল হয় (তাহলে সবচেয়ে ভাল)। এবার সাইটি ডিজাইন করতে হবে।

এবার আপনাকে কিছুদিন কষ্ট করতে হবে। তার মানে হলো আপনার সাইটির মাকের্টিং করতে হবে। মাকের্টিং করার পদ্ধতি জানার জন্য ( (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) ) এন্ড [(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে)] যান।


এখানে মনে রাখতে হবে যে, এ্যাডসেন্স -এর কোডটি আপনার সাটটির মধ্যে দিয়ে দিতে হবে। অনেকগুলো সাইট হলে এ্যাডসেন্স-এ চ্যানেল করে নেন । তাহলে বুঝতে পারবেন কোন সাইট থেকে কত টাকা উপার্যন হচ্ছে।


আমার মতে যখন আপনার সাইটগুলো থেকে প্রতিদিন ১০ ডলার করে ইনকাম হয় তখন আপনার সাইটিকে বিক্রি করার চিন্তা করবেন। আর বিক্রি করার জন্য বেছে নিতে পারে এই সমস্ত সাইটগুলো : (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) ,(লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) , (লিংকটি দেখতে হলে অবশ্যই প্রবেশ অথবা নিবন্ধন করতে হবে) ইত্যাদি এইরকম আরো অনেক সাইট আছে। আপনার এ্যাডসেন্স-এর ইনকামটা প্রুফ দিতে পারবেন যে আপনার এই সাইট থেকে প্রতিদিন কি পরিমান ইনকাম হয়। প্রুফ দিতে পারলে অব্শ্যই আপনার সাইটটিকে বেশি দামে বিক্রয় করতে পারবেন।

Page Rank

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service