:ওডেস্ক: কিভাবে প্রোফাইল তৈরী করবেন এবং প্রয়োজনীয় সেটিংস করবেন



ওডেস্ক
কিভাবে প্রোফাইল তৈরী করবেন এবংপ্রয়োজনীয় সেটিংস করবেন


গত পোষ্টে আলোচনা করেছিলাম ওডেস্ক কি এবং হালকা বর্ণনা্ আজ থেকে ধারাবাহিকভাবে ছবি সহ ওডেস্ক
পোষ্ট লিখে যাবো আমার ব্লগ এবং বিপিতে। আপনারা দুটারযেকোনটা থেকে পোষ্ট পড়তে পারেন  জন্য আপনাদের
সহযোগিতা কামনা করছি।আজ আমি দেখাবো কিভাবেপ্রোফাইল তৈরী করবেন এবং প্রয়োজনীয় সেটিংস করবেন
প্রথমে http://www.odesk.com  যান
Odesk Profile Create Part: 1
এখানে Create Account  ক্লিক করুন
Odesk Profile Create Part: 2
এখান খেকে দুই নাম্বার অপশনে ক্লিক করুন
Odesk Profile Create Part: 3
এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে বাটনে ক্লিক করবেন ( বি:দ্র:আমার অনুরোধ যাদের ভোটার আইডি কার্ড নাই অর্থা যাদেরবয়স ১৯না তারা এখানে এ্যাকাউন্ট না খুলাই ভালো কারনওডেস্ক সম্প্রতি ভেরিফাই সিস্টেম চালু করেছে যাতে সরকারীআইডি কার্ড অবশ্যই লাগবে )
odesktu-4
এখানে Varify your email address  ক্লিক করুন। আপনারইমেইলে ভ্যারিফাই লিংক যাবে। লিংকে ক্লিক করে ভ্যারিফাইকরলে নিম্নের চিত্রের মত হবে
Odesk Profile Create Part: 5
এখান থেকে Fill out Contact Information  ক্লিক করুন
Odesk Profile Create Part: 5
প্রয়োজনীয় তথ্য দিয়ে Save and Continue বাটনে ক্লিক করুন ,তাহলে নিম্নের চিত্রের মত হবে
Odesk Profile Create Part: 7
এখান থেকে Complete your oDesk Profile  ক্লিক করুন
Odesk Profile Create Part: 8
এখানে খেকে আপনি যেগুলো্ পারেন সেগুলা টিক দিন ( বি:দ্র:১০ টির বেশি টিক দিবেন না )
Odesk Profile Create Part: 9
এখানে Primary Role  আপনি Consultant / Data Entry Professional / Website / Graphics Designer অথবা আপনারপছন্দের পদবী দিন।
Hourly Rate 
 নতুন অবস্তায় ডাটা এন্ট্রি হলে - ডলার এরমধ্যে দিন আর ওয়েব ডেভলপার হলে - ডলার এর মধ্যেদিন
Availability  সপ্তাহে কতক্ষন কাজ করতে পারবেন ততটুকুদিন। Title  আপনার পছন্দের টাইটেল দিন। আমি এখানেসাজেশ দেইযেমন:
Data Entry Worker , Web research , MS Office , Computer Faundamental , Photoshop , Editing , HTML CSS , PHP , Joomla
সব শেষে Save and Continue বাটনে ক্লিক করুন , তাহলেনিম্নের চিত্রের মত হবে

Odesk Profile Create Part: 10
এখান থেকে Accept the Odesk user Agreement  ক্লিককরুন
Odesk Profile Create Part: 11
এখানে থেকে I agree to terms  টিক দিয়ে Save and Continue বাটনে ক্লিক করুন , তাহলে নিম্নের চিত্রের মত হবে
Odesk Profile Create Last Part
এখান থেকে Post my Profile বাটনে ক্লিক করুন , ব্যস আইডিতৈরী শেষ।

Page Rank

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service