ওডেস্ক কি?


ওডেস্ক কি?

2011-02-14_031505
ডেস্ক কি?
ওডেস্ক হলো অনলাইনে আয় করার একটি প্লাটফর্ম বা ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস। আপনি এখানে বিভিন্ন কাজের জন্য এ্যাপ্লাই করে কাজ করতে পারেন।
কাজের ধরন:
ওডেস্ক এ দুইভাবে কাজ করা হয়।
  • এক: মূল্যনির্ধারক বা ফিক্সড ( এখানে কাজ শেষে পেমেন্ট করা হয়)
  • দুই: সময়ভিত্তিক বা আওয়ারলি ( এখানে ওডেস্ক এ একটি সফটওয়ার আছে সেটার নাম ওডেস্ক টিম সেটা চালু করে দিয়ে কাজ করলেই আপনার এ্যাকাইন্টে ডলার জমা হতে থাকে)
কাজের বিভাগ:
এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমন: ডাটা এন্ট্রি , ওয়েব রিসার্চ , ওয়েব ডেভলব , প্রোগ্রামিং , এনিমেশন ইত্যাদি।
তবে ওয়েব ডেভলব বিশেষ করে ওয়ার্ডপ্রেস এর কাজ বেশি থাকে। আমি আপনাদের পরামর্শ দেবো আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে ভালোভাবে কাজ শিখুন
পেমেন্ট অপশন:
ওডেস্ক থেকে আপনি পেপা্ল , ক্রেডিট কার্ড , ব্যাংক ওয়ার , মানিবুকার্স এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন। তবে এর মধ্যে আমাদের বাংলাদেশের জন্য মানিবুকার্স টাই জনপ্রিয় এবং সহজ।

Page Rank

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service